মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত লক্ষ্মীপুরের রামগতিতে (২৫ থেকে ২৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে জাতীয় কৃষি মেলা-২০২২।
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৩ দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত কৃষি মেলা র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি ভবনে মেলা প্রাঙ্গণে গিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ ষ্টল পরিদর্শন করেন এরপর আলোচনা সভায় মিলিত হয়।
সভায় কৃষিবিদ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্যাহ, সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।