৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:১০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতির বিবিরহাট রশিদিয়ার প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: সম্প্রতি বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজে শিক্ষকদের সাথে অশোভন আচরণ ও জোরপূর্বক পদত্যাগ করানোর হিড়িকে চলমান পরিস্থিতি মোকাবেলায় লক্ষ্মীপুরের রামগতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ এবং মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এআর হাফিজ উল্যাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি শাহেদ আলী পটু, কামিল মাদরাসার অধ্যক্ষ তৈয়ব আলী, পৌর কাউন্সিলর সৈয়দ মূর্তজা আল আমিন, পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ এবং মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত সকলে মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয় ও রশিদিয়া উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়, প্রতিষ্ঠান ও কলেজে অনাকাঙ্খিত ঘটনার সুরাহা করে সকলে মিলে একটি সুন্দর পরিচ্ছন্ন রামগতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে চর রমিজ ইউনিয়নের বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তারের বিরুদ্ধে তার বাক্তিগত ক্ষমতায় স্কুল বন্ধ রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডের স্মরণে শোক দিবস পালন করার অভিযোগ রয়েছে।

১৫ আগষ্ট সরকারী ছুটি বাতিল ও ক শ্রেণীর জাতীয় দিবস পালনের শেখ হাসিনা সরকারের সিদ্ধান্তটি বাতিল করে অর্ন্তবর্তীকালীন সরকার। এরই মধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা দিবসটি পালনে সিদ্ধান্ত গ্রহন করে বার্তা প্রচার করে। সে সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেত্রী তুহিনা আক্তার স্কুল বন্ধ করে শোক দিবস পালন করেন।

বেশ কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল শিক্ষক এবং কর্মচারীরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার ব্যাক্তিগত ভাবে আওয়ামী ঘরানার লোক। তাই তিনি স্কুল খোলার জন্য সরকারী কোন চিঠি পাননি বলে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশের পরও স্কুলটি বন্ধ করে রেখেছেন এবং বাড়ীতে বসে শোক দিবস পালন করছেন।

এছাড়া কিছুদিন আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করেন। প্রিসাইডিং অফিসার অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে যথারীতি ৬ মার্চ নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। তফসিল বিধি মোতাবেক বহুল প্রচারের জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করা হয়। মনোনয়নপত্র বিতরণ ও জমার তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রচার এবং মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম না থাকা মর্মে বিদ্যালয়ের অভিভাবক সদস্য প্রার্থী মো দিদার, মতিন সহ কয়েকজন লিখিত অভিযোগ দায়ের করেন। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কয়েকডজন অভিভাবক এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি ও আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় নির্বাচন স্থগিত করেছে কর্তৃপক্ষ।

ভূক্তভোগী মতিন, দিদার সহ অসংখ্য অভিভাবকরা জানায়, প্রধান শিক্ষক তুহিনা আক্তার তার মনগড়া ভাবে নিজ স্বার্থ হাসিলের জন্য এবং স্কুলের তহবিল তছরুপের জন্য সবাইকে অন্ধকারে রেখে তফসিল, ফরম বিতরণ, জমা সহ সকল বিষয় গোপন রেখে একটি পাতানো কাগুজে নির্বাচন দেখানোর চেষ্টা করে। মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রধান শিক্ষক তুহিনা নির্বাচনের ফরম বিতরণ সহ সকল বিষয় নিয়ে পুরো দিনভর নানান ধরনের নাটক সাজায়। সে সময় তারা তুহিনার সকল দুর্নীতি, খামখেয়ালীপনা ও পাতানো নির্বাচন আয়োজনের সুবিচার দাবী করে।

প্রধান শিক্ষক তুহিনা আক্তারের বিরুদ্ধে স্বনামে বেনামে তার অনুগতদের নিয়ে সম্পূর্ণ বে-আইনী ভাবে একটি কাগুজে এডহক কমিটি করে স্কুলের একাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে আত্নসাৎ করার অভিযোগ রয়েছে।

প্রধান শিক্ষক তুহিনা আক্তার তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার বলেন, যা করেছি সবকিছু নিয়ম মোতাবেক করেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও প্রিসাইডিং অফিসার মোহাম্মদ দিদার হোসেন জানান, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে আবোল তাবোল কথা বলে এবং বিভিন্ন ধরনের খোড়া যুক্তি দেখিয়ে ফোন কেটে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন বলেন, সরকারের প্রজ্ঞাপন হিসেবে ১৫ আগষ্ট সকল বিদ্যালয়ের সাথে এ স্কুলটি খোলা থাকার কথা তবে কেন কি কারণে প্রধান শিক্ষক স্কুল খোলেননি তার খোজ খবর নিচ্ছি। কোন ধরনের গাফলতি থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের নির্বাচনী বিধি লংঘনের সুনির্দিষ্ট তথ্য এবং অভিভাবকদের কাছ থেকে কিছু লিখিত অভিযোগ পেয়েছি এতে করে এ সকল আপত্তি ও অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আর্থিক কেলেংকারীর বিষয়ে কোন সদুত্তর পাওয়া যায় নাই।

 

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলি করা সেই রুবেল গ্রেফতার

কাপ্তাই ইউএনও’র ভ্রাম্যমান আদালত পরিচালনা

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সৃজনশীল উদ্ভাবন স্বপ্নযাত্রা ও হেলথ কার্ড

সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউরের মতবিনিময়

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট পেল ২১০জন মেধাবী শিক্ষার্থী

লক্ষ্মীপুর রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন ও মিউজিয়াম স্থাপন

হোসেনপুর উপজেলা চত্তরে সগর্বে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল

পাকুন্দিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

পাকুন্দিয়ায় শ্রমিক লীগের ইফতার ও দোয়া মাহফিল

অবৈধ ক্ষমতাকে নবায়ন করার ডামি নির্বাচন বর্জন করুন— রামগতিতে বেগম তানিয়া রব