১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ২:৪২ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে দরিদ্র ভ্যানচালকের বসতবাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ গৃহবধুকে নির্যাতন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে দরিদ্র ভ্যানচালকের বসতবাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ গৃহবধুকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশ্য দিবালোকে জেলা শহরের তারাপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভ্যানচালক তাবারক মিয়া বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তবে ঘটনার ১৩ দিন পরেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি এবং আসামীরা প্রকাশ্যে চলাফেরা করে বাদির পরিবারকে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন তাবারক মিয়া।

বাদির লিখিত এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ ষাট বছর আগে তাবারক মিয়ার পিতা শামসুদ্দিন কর্তৃক ক্রয় করা পৈতৃক বসতবাড়ির কাগজপত্র সম্পুর্ণ নিসকন্ঠন হওয়ার পরও প্রতিবেশী খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা উক্ত ভুমি কুক্ষিগত করতে অপতৎপড়াতা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, ভাঙচুরের চিত্র ফুটে উঠেছে তাবারকের বাড়িঘরে। চড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের আসবাবপত্র। থাকার জায়গাটুকুও নেই।

তাবারক মিয়া জানান, এসব ঘটনার ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে খলিল মিয়া, তার ছোট ভাই জলিল মিয়া, খলিল মিয়ার দুই পুত্র জিসান ও রমজানসহ অপর আরো তিনজন নিকটাত্মীয় তার অনুপস্থিতে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বাসায় একা থাকা স্ত্রী রাবিয়া তাদেরকে নিবৃত্ত করতে গেলে তাকেও মারধরসহ গালিগালাজ করা হয়। পরে আসামীরা বাড়িতে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী লুট করে নিয়ে যায়।

তাবারকের স্ত্রী রাবিয়া জানান, হামলাকারীরা উক্ত জায়গা ছাড়িয়া দিতে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়-ভীতি দেখায়।

তাবারকের মা সালেহা জানান, আমার ছেলে কষ্ট করে ভ্যান চালিয়ে জীবন চালায়। বাড়িঘর ভাংচুর করে সব লুট করার সময় বাঁধা দিতে গেলে আমার উপরও হামলা চালায়, আমরা বিচার চাই।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এখনো অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।

ঘটনার ব্যাপারে জানতে ভাই জলিল মিয়া ও খলিল মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উদযাপন

হাওর উন্নয়নের আরেক নাম দৃষ্টিনন্দিত অল অয়েদার সড়ক

লক্ষ্মীপুরে শিশু সন্তানকে জবাই করে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা

রামগতির ইউএনওকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা

রামগতিতে নদী বাঁধের ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার নিখোঁজ

রাজশাহী মহানগরীতে ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক

পাকুন্দিয়ায় গরুর হাট পরিদর্শনে ওসি সুমন

কমলনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান শাহিদা

কিশোরগঞ্জ-২ আসনের আ’ লীগের মনোনয়ন প্রত্যাশী রেনুর মোটরসাইকেল শোডাউন

কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন