২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:০৮ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে জুলাই শহীদের নামে বৃক্ষ রোপণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২২, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তারা বুকের তাজা রক্তে রঞ্জিত করলো রাজপথ। তাদের রক্তের সিঁড়ি বেয়ে পতন হয় সৈরশাসকের। সেই শহীদরে স্মৃতিকে অম্লান করে ধরে রাখতে অর্ন্তবর্তীকালীন গ্রহন করেছে নানান কর্মসূচী। তারমধ্যে অনতম একটি কর্মসূচী “এক শহীদ এক বৃক্ষ”।

তারই অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতিতে জুলাই গণঅভ্যূত্থানে জীবন উৎসর্গ করা শহীদ মো. শাহাদাৎ হোসেন শামীম, শহীদ মো. সবুজ ও শহীদ মো. হাছান এর নামে উপজেলা পরিষদ চত্ত্বরে তিনটি গাছের চারা রোপণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসে তিনটি গাছের চারা রোপণ করেন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন থানা ইন্সপেক্টর তদন্ত মাহবুবুর রহমান পিপিএম, সমবায় কর্মকতা ওমর ফারুক, পিআইও মো. রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, পরিসংখ্যাণ কর্মকর্তা ইত্তেহাদুল ইসলাম, জুলাই এলায়েন্সের জেলা মূখপাত্র মিনহাজুল ইসলাম রাজু, এসপিপি উপজেলা সভাপতি মো. আলমগীর হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, “এক শহীদ এক বৃক্ষ” জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে রামগতির তিনজন শহীদের নামে তাদের স্মৃতি ধরে রাখতে তিনটি গাছের চারা রোপণ করা হয়েছে।

উল্লেখ্য, শহীদ মো. সবুজ উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি শাহাদৎ বরণ করেন ফেনীর মহিপাল।

শহীদ হাছান উপজেলার চর গাজী ইউনিয়নের মৃত মো. সেলিমের ছেলে। তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ বরণ করেন।

শহীদ মো. শাহাদাৎ হোসেন শামীম উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামের আবদুল হাই এর ছেলে। তিনি শাহাদৎ বরণ করেন রাজধানী ঢাকার সাভার এলাকায়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত