সাম্প্রতিক স্বদেশ ডেক্স: “১৭ বছরের রাজনৈতিক ট্রেন্ড আর চলবে না, দেশ চলবে সম্পূর্ণ নতুন নিয়মে”— এমন মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ১০টায় রামগতি উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “পাঁচ তারিখের আগের বিষয় নিয়ে এতো কথা বলার দরকার নেই। যে পালিয়ে গেছে তাকে নিয়ে কতই বা বলবো! কিন্তু যা করে গেছে তা চিরদিন মনে রাখার মতো। চিরদিন মনে রাখতে হবে সেই ফ্যাসিস্ট হাসিনার কথা। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সামনে ১৯ দফা তুলে ধরেছিলেন। তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তবে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন— আগের রাজনীতি আর চলবে না, নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “এখন শুধু মিছিল-মিটিং নয়, জনগণের কাছে পৌঁছাতে হবে। তারেক রহমান নতুন এক আদর্শিক ও কল্যাণকর রাজনীতি উপহার দিতে চান। আমরা এ সম্মেলনের মাধ্যমে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি।”
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহাম্মদ আজম খান। উদ্বোধনী বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র বাণিজ্য ও সহশিল্প বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান। প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপি’র সমাজসেবা সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব শাহাব উদ্দিন শাবু, সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপি’র প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জামায়াতের জেলা সেক্রেটারি এ.আর. হাফিজ উল্যাহসহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রামগতি পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র সাহেদ আলী পটু এবং দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল পর্ব) পরিচালনা করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক জামাল উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব সিরাজ উদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ মর্তুজা আল আমিন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন। পৌর বিএনপি’র সভাপতি নির্বাচিত হন সাহেদ আলী পটু ও সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আল আমিন। আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেন নেতারা।
দীর্ঘ ১১ বছর পর রামগতি উপজেলা ও পৌর বিএনপি’র এই সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালে। পরবর্তীতে ২০২১ সালে সংক্ষিপ্ত আকারে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এবারের সম্মেলনে উপজেলা বিএনপি’র ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির নির্বাচিত প্রতিনিধিরা (ডেলিগেটরা) উপস্থিত থেকে ঘোষিত নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানান।