মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর মহাসড়কে ৯ হাজার লিটার ডিজেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটি ভেঙে যমুনা তেলের গাড়ি খাদে পড়ে যায়।
সোমবার (৭ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক ৪টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. জাকির হোসেন জানান, কিশোরগঞ্জগামী যমুনা তেলের গাড়িটি ভৈরবগামী রাস্তার উল্টো দিকে থাকা একটি অটোরিকশা বাঁচাতে গিয়ে বিদ্যুতের খুটি ভেঙে খাদে পড়ে যায়। তিনি বলেন এ ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ দুই জন লোককে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
তেলের গাড়ির ড্রাইভার নাঈম (৩৫) জানান, হঠাৎ করে একটি অটোরিকশা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লে সেটি বাঁচাতে গিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে তার হাতের বিভিন্ন জায়গায় ব্যাথা পায়। পরে নিকটস্থ চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। তবে
গাড়িতে থাকা যমুনা তেলের নেত্রকোনা পাম্প ম্যানেজার মো. জাহাঙ্গীর জানান, দুর্ঘটনায় কবলিত গাড়িটিতে ৯হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) ছিলো। সবগুলো তেলই স্থানীয়রা লুট করে নিয়ে গেছে। এখন গাড়িতে কোনো তেলই নেই।
কুলিয়ারচর আবাসিক প্রকৌশলী মো. শহিদুজ্জামান সেলিম জানান, ভৈরব থেকে আসা ৩৩ কেবি ও ১১ কেবি বিদ্যুৎ লাইনের ১২ মিটার খুটিটি তেলের গাড়ির ধাক্কায় নিচের অংশ ভেঙে আলাদা হয়ে গেছে। যার ফলে আনুমানিক ১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম জানান ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তেলের লড়ি (নেত্রকোনা-ঢ ৪১-০০২৬) মালিকের সাথে কথা হয়েছে তিনি ঘটনাস্থলে প্রতিনিধি পাঠাচ্ছেন বলে জানিয়েছেন। এসআই বলেন খাদ থেকে গাড়িটি উদ্ধার করা হচ্ছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তেল লুট হওয়ার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।
এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়কে যেন কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ অবস্থান করছেন বলে জানান তিনি।