১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৪:১১ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ফ্যাসিস্টকে তাড়িয়েছে এদেশের ছাত্র-জনতা…..তানিয়া রব

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১৬, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক মন্ত্রী আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে, ভোট ডাকাত পালিয়েছে। এ ভোট ডাকাত নামটা কিন্তু আসম আবদুর রবের দেওয়া। তিনি বলেছেন ভোট ডাকাত ও চাঁদাবাজরা পার পাবেনা। তিনি হয়তো হেলিকপ্টারে যাবেন, বাকিরা কিভাবে যাবেন। এখন আমরাও যদি ওই ভোট ডাকাতের চরিত্র অবলম্বন করি তাহলে কি মানুষের মন জয় করতে পারবো ?

তানিয়া রব বলেন, রামগতি-কমলনগরে মেঘনা নদীর ভাঙন রোধে ৩ হাজার ১ শ কোটি টাকা বরাদ্দ হলো। এর কাজ বন্ধ করলো কারা। আমি অনুরোধ করে কাজটা শুরু করেছিলাম। আবার তারা বন্ধ করলো। সরকারি বরাদ্দ যখন আসে, তখন স্থানীয় নেতাদের দায়িত্ব হলো কাজ বুঝে নেওয়া। এখন তারা যদি চাঁদা চায় তাহলে তো কাজ হবেনা। তাই আমি এই চাঁদাবাজি বন্ধ করতে চাই। তিনি বলেন জেলেদের জন্য আসা এই প্রণোদনা আপনাদের নেতা আসম আব্দুর রব করে গেছেন। সে জন্য এই নেতার সম্মানে লক্ষ্মীপুর-৪ আসন খালি রাখা হয়েছে। সেখানে বিএনপি জোটের প্রার্থী হিসেবে আমার নাম দেওয়া হয়েছে। আমি কাজ শুরু করে দিয়েছি। যারা কেন্দ্রে কাজ করেন তারা কি আমার আপনাদের বুদ্ধি ধার করে চলেন। তাহলে আমি আপনি এটাকে বাধা দেওয়ার কে। তাই আসুন আমরা মিলেমিশে ভালবেসে কাজ করি।

বিএনপি জোটের এই প্রার্থী আরও বলেন, ফ্যাসিস্টকে তাড়িয়েছে এদেশের ছাত্র-জনতা। কোন একটা বিশেষ দলতো পারেনি। দেশটা এখন একটা চিকন সুতার উপর দাঁড়িয়ে। এই সুতাটা যদি ছিঁড়ে যায়, তাহলে দেশ কোথায় গিয়ে পড়বে। একটিবার আপনাকে চিন্তা করতে হবে। সে জায়গায় আমাদের অনেক আলোচ্যসূচি রয়েছে। অনেক কাজ বাকি রয়েছে। সেটা কি বিচ্ছিন্নতা, ভিন্নতা ও প্রতিহিংসা দিয়ে হবে। এটা পার করে যদি নির্বাচনটা আমরা করতে পারি তাহলে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো। তা না করলে আমরা ছিটকে পড়বো। এটার জন্য প্রয়োজন আদর্শিক ও নৈতিক ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যে ঐক্যের জন্য ছাত্র-জনতা আমরা সকলেই আন্দোলন করে ফ্যাসিস্টকে তাড়ালাম। তারা যদি ফ্যাসিস্টকে না তাড়াতো-তাহলে ফ্যাসিস্ট আরও ৪ বছর থাকতো। ছাত্র জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্টকে না তাড়ালে সারা বিশ্বে আমরাও ফ্যাসিস্ট হিসেবে স্বীকৃতি পেতাম। ফ্যাসিস্টের সময়ে ভোট হয়েছে রাতে এরপর ভোট হয়েছে বাড়ীতে বাক্স নিয়ে।

তানিয়া রব আরও বলেন এখন আমাদের সকলের উচিত ড. মুহাম্মদ ইউনুছের হাতকে শক্ত করা। সরকারের কাজকে এগিয়ে নেওয়া। আমরা যে, জুলাই সনদ করেছি। এটা একটা ঐতিহাসিক কাজ। এখানে মান্ধাতার আমলের অনেক বিধিবিধানের বিপরীতে সংস্কার করা হয়েছে। এখন কেউ কেউ জুলাই সনদকে নিয়ে বিরূপ মন্তব্য করছে। আরে ভাই আমরা অনেক চেষ্টা করে সনদ তৈরি করেছি। সুতারাং জুলাই সনদকে শ্রদ্ধা করতে হবে। সংসদ সদস্যদের ভোটের মধ্য দিয়ে জুলাই সনদকে কার্যকর করতে হবে। এর জন্য আমি ভোটের মাঠে এসেছি। আপনারা আসম আব্দুর রবের কাজ দেখেছেন। আসম আবদুর রবের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তিনি আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। এই ব্যক্তিকে সামনে রেখে নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। রামগতি-কমলনগরে সুশাসন প্রতিষ্ঠা হবে। চাঁদাবাজি ও ইভটিজিং মুক্ত করতে পারবো। মানুষ যাতে দরজা খুলে ঘুমাতে পারে, সে পরিবেশ তৈরী করতে হবে। তাহলেই আমাদের এতো রক্ত স্বার্থক হবে। জুলাই সনদও কার্যকর হবে।

রোববার (৯ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৭ টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের কমলনগর উপজেলার চৌধুরী বাজারে আয়োজিত নির্বাচনী এক পথসভায় এসব কথা বলেন। কমলনগর উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেত্রী ফারজানা দিবা, লক্ষ্মীপুর জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল, আসম আব্দুর রবের ছোট ছেলে সালমান বিন রব, কমলনগর উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিলার, কমলনগর প্রেসক্লাবের আহবায়ক মুছাকালিমুল্যাহ ও রামগতি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা