১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ১১:৩৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে অতিবৃষ্টি ও জলজটে কৃত্রিম বন্যার শংকা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১০, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: চারিদিকে থৈ থৈ পানি। ডুবে আাছে বাড়ী ঘরের উঠোন, গোয়য়াল ঘর। বিস্তির্ণ ফসলের মাঠ এখন যেন সমুদ্র। লক্ষ্মীপুরের রামগতিতে অতিবৃষ্টি আর জলজটে কৃত্রিম বন্যার শংকা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা। এতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তামিম, পাউবি উপ বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ, সহকারী কমিশনার ভূমি জন্টু বিকাশ চাকমা, ইন্সপেক্টর তদন্ত মাহবুবুর রহমান, পিআইও মো. রুহুল আমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।

টানা বেশ কয়েকদিনের অতিবৃষ্টির ফলে পানির নীচে তলিয়ে গেছে উপজেলার চর পোড়াগাছা, চর বাদাম, চর আলগী, চর আলেক জান্ডার, বড়খেরী সহ বেশ কয়েকটি ইউনিয়ন। তলিয়ে গেছে বিস্তির্ণ ফসলী জমি এবং আমনের বীজতলা। পৌরসভার সবকটি ওয়ার্ডে পানি নিষ্কাষণ ড্রেন না থাকায় জলাবদ্ধ হয়ে পড়েছে পৌর বাসিন্দারা।

বৃহত্তর নোয়াখালী থেকে পানি মেঘনা নদীতে যাওয়ার অন্যতম পথ ভুলুয়া নদী। যা দখল ও দূষণে অস্তিত্য সংকটে। নানান অবৈধ স্থাপনা নির্মাণে পানি প্রবাহে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এর ফলে ভূক্তভোগী হচ্ছে নোয়াখালীর সুধারাম, সূবর্ণচর উপজেলা সহ বেশকয়েকটি ইউনিয়ন ও লক্ষ্মীপুর জেলার সদর, আন্ডার চর সহ কয়েকটি ইউনিয়ন এবং কমলনগর উপজেলার চর কাদিরা সহ বেশ কয়েকটি ইউনিয়ন। এছাড়া বিগত বছরও এ সময়ে জলজটে এ দুই জেলার প্রায় ২০ লাখ মানুষ পানিবন্ধির ফলে কৃত্রিম বন্যাক্রান্ত হয়ে চরম ভোগান্তির শিকার হয়। ভুলুয়া নদী খনন না হওয়ায় এবারও একই ধরনের দূর্ভোগের আশংকা করছে বিজ্ঞজনরা।

উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক সোহরাব হোসেন জানান, এ কয়েকদিনে এ যাবতকালের সবচেয়ে বেশী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। টানা ৫ দিনে ৪৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্ছ বৃষ্টিপাত।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ১৬১ হেক্টর আমনের বীজতলায় পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে আছে কৃষক। অতিবৃষ্টির ফলে সবচেয়ে বিপাকে পড়েছে কৃষক। নষ্ট হয়ে গেছে ৫০ হেক্টর জমির ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ সবজি ক্ষেত ও ফল ফসলের বাগান। তৈরি করতে পারছেনা আমনের বীজতলা। তবে এ কর্মকর্তা আমনের বীজতলা নিয়ে আগাম প্রস্তুতির কথাও জানান।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, অতিবৃষ্টির ফলে সৃষ্ট সংকট কাটিয়ে উঠতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কমলনগরে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. নুরুল আমিন রাজুর মতবিনিময় সভা

তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ব্যবসায়ী

পাকুন্দিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূয়া জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ

কমলনগরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলিয়ারচরে প্রধান শিক্ষকগণের আইসিটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

কুলিয়ারচরে সরকারি কলেজের প্রভাষকের বাসায় ডাকাতি

রামগতিতে বৃদ্ধার বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পত্নীতলায় পুলিশের পক্ষ থেকে ঘর উপহার পেয়ে আবেগ আপ্লুত শিল্পি