মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহানারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার করইতোলা বাজার সংলগ্ন উত্তর চর লরেঞ্চ গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মুজিব উল্লাহর স্ত্রী।
তার ছেলে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এমএ আহসান রিয়াজ জানায়, তাঁর মা জাহানারা বেগম জ্বরে আক্রান্ত হওয়ার পর গত সোমবার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষা করে তার ডেঙ্গু পজেটিভ আছে বলে জানান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ২ দিন রাখি। বুধবার উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করাই। কিন্তু আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে বৃহস্পতিবার তিনি না ফেরার দেশে চলে যান।
মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য স্বজন রেখে যান।