মো. মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রিতা আক্তার মীম (২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) বেলা দুইটার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বারাবর গ্রামের স্বামীর বাড়ি থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
নিহত মীম ওই এলাকার মো. আরমান মিয়ার স্ত্রী এবং পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দ গাঁও গ্রামের মো. শামীম মিয়ার মেয়ে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে গৃহবধুর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।