২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বিকাল ৪:২১ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৫, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির প্রায় অর্ধশতাধিক কর্মী আহত হয়েছেন। শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলের গ্রেফতারের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অষ্টগ্রামের জিরোপয়েন্ট এলাকায় জড়ো হন। একই সময়ে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগের একটি মিছিল বের হয়ে উপজেলা সদরের জামতলী মোড়ে গেলে বিএনপির নেতা কর্মীরা উত্তেজিত হয়ে স্লোগান দেয়। পরে দুপক্ষের মাঝে স্লোগান দেয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি’র মিছিল থেকে ইট পাটকেল ছুড়া হলে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এঘটনায় ছাত্রলীগের অন্তত ২০ নেতা কর্মী আহত হয়।

বিএনপি’র নেতাকর্মীরা জানান, ছাত্রলীগ-যুবলীগ বিনা উসকানিতে পুলিশের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। এ হামলায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, যুবদলের আহ্বায়ক আনোয়োর হোসেন আনা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব জুবায়ের হাসান ইয়ামিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাবেদ, দেওঘর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনসুর, বাঙ্গালপাড়ার ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রইস উদ্দিনসহ অন্তত ৩০জন আহত হন।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শেখ তৌফিকুল ইসলাম তারিফ জানান, আগামী ৪ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতির অষ্টগ্রাম আগমন উপলক্ষ্যে আমরা ছাত্রলীগ একটি স্বাগত মিছিল বের করি। মিছিলটি জামতলী মোড়ের দিকে গেলে বিএনপি’র নেতা কর্মীরা আমাদেও দিকে ইট পাটকেল ছুড়তে থাকে। তাদের ছুড়া ইট পাটকেলে আমাদের ছাত্রলীগের প্রায় ৩০ জন কর্মী আহত হয়। এছাড়া বিএনপির নেতাকর্মীরা বড়বাজরে অন্তত ১৫টি মোটরসাইকেল তারা ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ঘটনা অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জেমস বলেন, বিএনপি’র পূর্বঘোষিত কর্মসূচি ছিল জিরো পয়েন্টে। আমরা সেদিকে যাইনি। আমাদের ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা অষ্টগ্রাম বড় বাজার এলাকায় মিছিল করছিলেন। সাবেক রাষ্ট্রপতি আগামী ৪ তারিখে অষ্টগ্রামে আসবেন এ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে মিছিল ছিল। কিন্তু বিএনপি’র লোকেরা লাঠিসোটা নিয়ে অষ্টগ্রাম বাজারে প্রবেশ করে। তখন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের মিছিলে অতর্কিত হামলা করেন। এতে ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। হামলার খবরটি যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন তাদের আরও নেতাকর্মী আসেন। পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছাত্রলীগ কোনো হামলা করেনি।’

অষ্টগ্রাম থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বলেন, বিএনপি’র মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তখন পুলিশ মাঝখানে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর