ইফরানুল হক সেতু, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার বীরমুক্তিযোদ্ধা সখিনা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে ২৫ শে মার্চ ২০২৫, মঙ্গলবার বিকাল ৫টায় তার খোঁজখবর নিতে তার বাড়িতে যান বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরাশিদ বিন এনাম।
এ সময় তিনি সখিনা বেগমের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান, তার পাশে কিছু সময় কাটান এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি, তার পরিবারের খোঁজখবরও নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সখিনা বেগমের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।
বীরমুক্তিযোদ্ধা সখিনা বেগম কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সোনাফর মিয়া এবং মায়ের নাম দুঃখী বিবি। মুক্তিযুদ্ধের আগেই তার স্বামী কিতাব আলী মারা যান এবং তিনি নিঃসন্তান। বর্তমানে ৯২ বছর বয়সী সখিনা বেগমকে দেখভালের কেউ না থাকায় তিনি বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বড়মাই পাড়া এলাকায় ভাগনি ফাইরুন্নেছা আক্তারের আশ্রয়ে বসবাস করছেন।

 
                    







 
                                     
                                     
                                     
                                    








