২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১২:৪৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় আগুনে পুড়ল ৭টি দোকান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৫, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে পৌর সদর বাজারের কলেজ গেট সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১০টার দিকে প্রথমে পিংকি আক্তারের ফুসকার দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আতংক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ও দোকানিরা মালামাল সরিয়ে নিরাপদে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতায় তা ব্যর্থ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যবসায়ী পিংকি আক্তারের ফুসকার দোকান, কামাল উদ্দীনের টাইলসের দোকান ও আল-আমিনের অনন্যা স্টুডিওসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আল-আমিনের শোপিচের দোকান, তৃপ্তি হোটেল, বাতিঘর বই দোকান ও খেলাঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনন্যা স্টুডিওর স্বত্বাধিকারী মো. আল-আমিন বলেন, আগুনে মার্কেটের সাতটি দোকানের মধ্যে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অপর চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার দুটি দোকানের মধ্যে স্টুডিওটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং সোপিচটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মো. সারোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি টিম। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।

সর্বশেষ - রামগতি উপজেলা