২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:৫২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৫, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক মৎস্য খামারীর পুকুরে বিষ দিয়ে আনুমানিক আট লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। বিল্লাল হোসেন ওই গ্রামের হাজী তাহের আলীর ছেলে।

ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, বাড়ির উত্তর পাশে প্রায় ২০ কাঠা জায়গার ওপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছি। এবার ওই পুকুরে রুই, কাতল, মৃগেল, কারফু ও পুটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। কিছুদিনের মধ্যেই মাছ গুলো বাজারে বিক্রির যোগ্য হয়ে উঠতো।

তিনি বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে পুকুরে গিয়ে দেখি সব মাছ পানিতে ভেসে উঠেছে। বৃহস্পতিবার রাতের কোন এ সময় পূর্ব শত্রুতার জেরে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। আমাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যই মূলত প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, এ বিষয়ে কেউ আমাদের অবগত করেনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত