মো. মঞ্জুরুল হক মঞ্জু,পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কেন্দ্রীয় যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার মোহাম্মদ আল আশফাক নিজ এলাকা পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের শুক্রাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলা মঠ খোলা নামাবাজার কাঠমহল থেকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
সে উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের শুক্রাবাদ গ্রামের খন্দকার মো. আব্দুল আলমের ছেলে।
পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন সততা নিশ্চিত করে বলেন, আল আশফাকের বিরুদ্ধে পাকুন্দিয়া ও ঢাকা মহানগরীরের বিভিন্ন থানায় ১৪ টি মামলার ওয়ারেন্ট রহিয়াছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।