মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় পাকুন্দিয়া উপজেলা ভূমি অফিসের উদ্বোগে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভূমি সেবাসপ্তাহ উদযাপন করা হবে। শনিবার সকালে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, ভূমি সেবাগুলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ভূমি সেবা মূল অংশীজন হিসাবে জনগনকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমি সেবা বিষয়ে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার সকলকে সচেতনতা বৃদ্ধি করা। এই সময় তিনি আর বলেন স্মার্ট সেবার অংশ পাকুন্দিয়া উপজেলায় সরকারের নির্ধারিত সময়ের আগেই মাত্র ১০ দিনে নামজারী গুলো অনলাইন হয়ে যাচ্ছে এবং ভূমি উন্নয়ন কর শতভাগ আদায় করা হয়েছে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হক, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শাছুদ্দিন, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, পৌর কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন, রাকিবুল হাসান ছোটন প্রমুখ।