রামগতিতে ঘুর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ঘুর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) আয়োজনে সোমবার বিকালে আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর উচ্চ বিদ্যালয় মাঠে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
আলেকজান্ডার ইউনিয়নের চেয়ারম্যান শামীম আব্বাসের সভাপতিত্বে মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিপিপি নোয়াখালী জোনের উপ-পরিচালক মো. রুহুল আমিন, থানা ইন্সপেক্টর তদন্ত আমিনুর রসুল, বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন, সিপিপি কমলনগর উপজেলা টিম লিডার সামসুদ্দোহা, সিপিপি সূবর্ণচর উপজেলা টিম লিডার আবদুর রব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুর চর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিনার হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নাজমুর হুদা সুমন, বালুর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম আজাদ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খোকন পাটওয়ারী প্রমূখ।
মহড়া পরিচালনা করেন সিপিপি উপজেলা টিম লিডার মাঈন উদ্দিন খোকন।
ঘুর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকরা অত্যন্ত নিপূনতার সহিত একটি গ্রামে দূর্যোগ আক্রান্তের বাস্তব ছবি ফুটিয়ে তুলে। যাতে করে যে কোন দূর্যোগের পূর্বে, দূর্যোগকালীন কিংবা দূর্যোগ পরবর্তী কার কি করনীয় তা সম্পর্কে সম্যক ধারণা পায়।
ঘন্টা ব্যাপী চলা মনোমুগ্ধকর আকর্ষনীয় ঘুর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া ছাত্র ছাত্রীরা সহ স্থানীয় কয়েক হাজার লোক উপভোগ করেন।