মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল পৌরসদর কাকচর গ্রামের প্রয়াত প্রবীণ ব্যক্তি জয় বাংলা মৌলভী আব্দুল মজিদ খান (৯৮) এর কুলখানি সোমবার (১৩ সেপ্টেম্বর) নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মতিন ভূইয়ার আয়োজিত কুলখানি অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি এনায়েতুল্লাহ।
নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি মো. জাকির হোসেন ভূইয়ার সঞ্চালনায় কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুদ্ধাহত পুঙ্গু মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর মো. শফিকুল ইসলাম শফিক, সাবেক কাউন্সিলর মো. শাহজাহান ফকির, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি আহসান কাদের মাহমুদ, নান্দাইল সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি এ. হান্নান আল আজাদ প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের পেশাজীবির সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭০সনে নান্দাইল উপজেলায় আওয়ামী লীগের এক কর্মসূচীতে আগমনকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রয়াত আব্দুল মজিদ খানকে অনুষ্ঠিত জনসভায় সুন্দরভাবে কোরআন তেলওয়াত করার জন্য জয় বাংলা মৌলভী বলে উপাধি দিয়েছিলেন। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) জয় বাংলা মৌলভী বার্ধক্য জনিত কারনে পরলোকগমন করেন।