৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৫৪ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় বীরমুক্তিযোদ্ধাকে অশ্লীল ভাষায় গালাগালি ও লাঞ্চিত করার অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১২, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলায় একজন বীরমুক্তিযোদ্ধাকে অশ্লীল ভাষায় গালাগালি ও লাঞ্চিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার হোসেন্দী গ্রামের মৃত একিন আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমাবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মেয়ের বাসায় যাওয়ার পথে হাসপাতালের কম্পাউন্ডারের ভিতরে তাঁর ক্লাসমেট মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের সাথে দেখা করতে গেলে হাসপাতালে কর্মরত ইউপিআই টেকনিশিয়ান মো. খুসরুল আলম তাকে দেখে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রকার গালিগালাজ করিতে থাকে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযোদ্ধাদেরকে গালিগালাজ করায় এতে আমি তীব্র প্রতিবাদ করি। তখন খসরুল আলম ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে মারপিট করিতে উদ্যত হয়। এ ব্যাপারে বিচার চেয়ে মঙ্গলবার দুপুরে (১২ এপ্রিল) মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত